আমি জানি এই সাইট টি আপনাদের সামনে আনতে একটু বেশি ই সময় লেগে গেলো আর তার জন্য সত্যি ই সরি। চলুন শুরু করা যাক how to write articles এর প্রথম পার্ট।
কী লিখবো? কী নিয়ে লিখবো?
আর্টিকেল রাইটিং এ কাজ শুরু করতে চান যারা, তাদের খুব কমন একটা প্রশ্ন হচ্ছে যে কি লিখবো? কি নিয়ে লিখবো? এই সেই আরো অনেক কিছু।
সোজা কথায় বলতে গেলে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসটি হলো রাইটীং এর। তো, আপনাকে আপনার বায়ার/ক্লায়েন্ট/অর্ডার গিভার নিজের কোন একটা বিজনেস বা ওয়েবসাইট এর জন্য আর্টিকেল লিখিয়ে নিবে আপনাকে দিয়ে। তো, তার যেই রিলেটেড বিজনেস বা ওয়েবসাইট হবে, আপনাকে সেইটা নিয়েই লিখতে হবে।
অর্থাৎ, বায়ার যদি হেলিকপ্টার নিয়ে লিখতে বলে তাইলে হেলিকপ্টার, লিপ্সটিক নিয়ে লিখতে বললে লিপ্সটিক, এভাবেই কাজ এগিয়ে যাবে।।
এখন প্রশ্ন হচ্ছে যে, এই হেলিকপ্টার তো জীবনে আমরা খুব কম ই কাছ থেকে দেখেছি। তাইলে এই সম্পর্কে তথ্য কই থেকে পাবো?
সেইটা আসলে নির্ভর করবে আপনার রিসার্চ এর উপর। আর রিসার্চ কীভাবে করবেন, তা পরবর্তী একটা পর্বে আমরা আলোচনা করবো।

Comments
Post a Comment